দুইবারের সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা তাদের বিশ্বকাপ মিশনের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে। এই দলে রয়েছেন ৩৬ টেস্ট ও ১৪ ওয়ানডে খেলা কেশব মহারাজ। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি কখনো খেলেননি তিনি।
তবে ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন ১০৪টি, বাঁহাতি স্পিনার ২৬ স্ট্রাইক রেট ও ৬.৬২ ইকোনমি রেটে নিয়েছেন ৮৩ উইকেট।
মূলত, তিন স্পিনারকে নিয়ে খেলার ভাবনা থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হলো তার। মহারাজের সঙ্গে অন্য দুই স্পিনার বিয়র্ন ফোরটুইন ও তাবরাইজ শামসি। তিন রিজার্ভ খেলোয়াড়ের একজন জর্জ লিন্ডে। অভিজ্ঞ তারকা ফাফ ডু প্লেসি, ইমরান তাহির ও ক্রিস মরিসের জায়গা হয়নি।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে চারটি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার ভিয়ান মুল্ডারকে রাখা হয়েছে দলে। নেতৃত্ব দিবেন তেম্বা বাভুমা।
দক্ষিণ আফ্রিকা দল: তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বিয়র্ন ফোরটুইন, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।
রিজার্ভ: অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো, লিজাড উইলিয়ামস, জর্জ লিন্ডে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ