বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এতে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আলবিসেলেস্তারা।
বুয়েন্স আইরেসে ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিল আর্জিন্টিনা। খেলার ১৪ মিনিটে ড্যানিয়াল পারেডেসের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন অধিনায়ক মেসি। আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।
তবে দ্বিতীয়ার্ধে আবারও সাফল্য পায় স্বাগতিকরা। এবার ৬৫ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন মেসি। আর ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিডি প্রতিদিন/কালাম