চট্টগ্রাম নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের ঈদগা এলাকার প্রাচীনতম খালটির নাম আযব বাহার খাল। একসময়ের খাল এখন নালায় পরিণত হয়েছে। দেখলে মনে হবে ময়লা-আবর্জনার ভাগাড়। ভরাট করে খালেই করা হচ্ছে সবজি চাষ। আশপাশের সব বর্জ্যই ফেলা হয় এ খালে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের খালগুলো পরিষ্কার করে। অভিযোগ আছে, নগরের অধিকাংশ খালই এখন দখল, ভরাট ও দূষণের কবলে। একসময় যেসব খালে নৌকা চলাচল করত, এখন সেসব খাল দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করার
অবস্থা তৈরি হয়েছে। বর্তমানে নগরে ছোট-বড় প্রায় ৩৬টি খাল আছে। এর মধ্যে অধিকাংশ খালই বর্জ্য, আবর্জনায় ভরা। ভরাট হয়ে গেছে অনেক খাল। এ নিয়ে সমালোচনার মুখে আযব খালের বেহাল চিত্র চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজনের নজরে দেওয়া হয়। খালের বেহাল দশা দেখে তিনি গত ৯ জানুয়ারি পরিচ্ছন্ন বিভাগকে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেন। তাছাড়া ভরাট হওয়া খালে শাক-সবজি চাষের চিত্র দেখে তিনিও চরম হতাশা ব্যক্ত করেন। এরপর আযব বাহার খাল থেকে শতটন আবর্জনা অপসারণ করা হয়। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘আযব বাহার খালের এমন বেহাল দশা তৈরি হয়েছে, যা কল্পনার বাইরে। এখানে ভরাট হওয়া খালে চলছিল শাক-সবজির চাষ। ছবি দেখে আমার নিজেরও লজ্জা লাগছে। ওই দিনই অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য অপসারণ করে খালের পানি চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আনা, মশার প্রজনন কেন্দ্র ধ্বংস এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।’ ইতিমধ্যে চশমা খাল, আযব বাহার খাল, মহেশ খাল, বাদশা মিয়া রোড সংলগ্ন খাল পরিষ্কার করা হয়েছে। খাল পরিষ্কারের এ কর্মসূচি চলবে।
শিরোনাম
- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভরাট খালে সবজি চাষ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর