চট্টগ্রাম নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের ঈদগা এলাকার প্রাচীনতম খালটির নাম আযব বাহার খাল। একসময়ের খাল এখন নালায় পরিণত হয়েছে। দেখলে মনে হবে ময়লা-আবর্জনার ভাগাড়। ভরাট করে খালেই করা হচ্ছে সবজি চাষ। আশপাশের সব বর্জ্যই ফেলা হয় এ খালে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের খালগুলো পরিষ্কার করে। অভিযোগ আছে, নগরের অধিকাংশ খালই এখন দখল, ভরাট ও দূষণের কবলে। একসময় যেসব খালে নৌকা চলাচল করত, এখন সেসব খাল দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করার
অবস্থা তৈরি হয়েছে। বর্তমানে নগরে ছোট-বড় প্রায় ৩৬টি খাল আছে। এর মধ্যে অধিকাংশ খালই বর্জ্য, আবর্জনায় ভরা। ভরাট হয়ে গেছে অনেক খাল। এ নিয়ে সমালোচনার মুখে আযব খালের বেহাল চিত্র চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজনের নজরে দেওয়া হয়। খালের বেহাল দশা দেখে তিনি গত ৯ জানুয়ারি পরিচ্ছন্ন বিভাগকে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেন। তাছাড়া ভরাট হওয়া খালে শাক-সবজি চাষের চিত্র দেখে তিনিও চরম হতাশা ব্যক্ত করেন। এরপর আযব বাহার খাল থেকে শতটন আবর্জনা অপসারণ করা হয়। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘আযব বাহার খালের এমন বেহাল দশা তৈরি হয়েছে, যা কল্পনার বাইরে। এখানে ভরাট হওয়া খালে চলছিল শাক-সবজির চাষ। ছবি দেখে আমার নিজেরও লজ্জা লাগছে। ওই দিনই অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য অপসারণ করে খালের পানি চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আনা, মশার প্রজনন কেন্দ্র ধ্বংস এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।’ ইতিমধ্যে চশমা খাল, আযব বাহার খাল, মহেশ খাল, বাদশা মিয়া রোড সংলগ্ন খাল পরিষ্কার করা হয়েছে। খাল পরিষ্কারের এ কর্মসূচি চলবে।
শিরোনাম
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
ভরাট খালে সবজি চাষ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর