চট্টগ্রাম নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের ঈদগা এলাকার প্রাচীনতম খালটির নাম আযব বাহার খাল। একসময়ের খাল এখন নালায় পরিণত হয়েছে। দেখলে মনে হবে ময়লা-আবর্জনার ভাগাড়। ভরাট করে খালেই করা হচ্ছে সবজি চাষ। আশপাশের সব বর্জ্যই ফেলা হয় এ খালে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের খালগুলো পরিষ্কার করে। অভিযোগ আছে, নগরের অধিকাংশ খালই এখন দখল, ভরাট ও দূষণের কবলে। একসময় যেসব খালে নৌকা চলাচল করত, এখন সেসব খাল দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করার
অবস্থা তৈরি হয়েছে। বর্তমানে নগরে ছোট-বড় প্রায় ৩৬টি খাল আছে। এর মধ্যে অধিকাংশ খালই বর্জ্য, আবর্জনায় ভরা। ভরাট হয়ে গেছে অনেক খাল। এ নিয়ে সমালোচনার মুখে আযব খালের বেহাল চিত্র চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজনের নজরে দেওয়া হয়। খালের বেহাল দশা দেখে তিনি গত ৯ জানুয়ারি পরিচ্ছন্ন বিভাগকে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেন। তাছাড়া ভরাট হওয়া খালে শাক-সবজি চাষের চিত্র দেখে তিনিও চরম হতাশা ব্যক্ত করেন। এরপর আযব বাহার খাল থেকে শতটন আবর্জনা অপসারণ করা হয়। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘আযব বাহার খালের এমন বেহাল দশা তৈরি হয়েছে, যা কল্পনার বাইরে। এখানে ভরাট হওয়া খালে চলছিল শাক-সবজির চাষ। ছবি দেখে আমার নিজেরও লজ্জা লাগছে। ওই দিনই অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য অপসারণ করে খালের পানি চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আনা, মশার প্রজনন কেন্দ্র ধ্বংস এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।’ ইতিমধ্যে চশমা খাল, আযব বাহার খাল, মহেশ খাল, বাদশা মিয়া রোড সংলগ্ন খাল পরিষ্কার করা হয়েছে। খাল পরিষ্কারের এ কর্মসূচি চলবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ভরাট খালে সবজি চাষ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর