রংপুর সিটির দুটি ফুট ওভারব্রিজের কাজ শেষ হলে রাস্তা পারাপারে স্বস্তি আসবে নগরবাসীর। নগরভবনের প্রবেশদ্বারের পাশে একটি ফুটওভার ব্রিজের কাজ চলছে। অপরটির কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনালে। এই দুটি ফুট ওভারব্রিজ হলে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। রংপুরবাসীর চলাচলের সুবিধার্থে, সড়ক দুর্ঘটনারোধ ও যানজট নিরসনের জন্য প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মাসখানেক আগে দুটি ফুট ওভারব্রিজ তৈরির উদ্যোগ নেয় সিটি করপোরেশন। রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে নগরীর টার্মিনাল, সাতমাথা, সিটি বাজারের সামনে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, লালবাগ, দর্শনা, জাহাজ কোম্পানী মোড়, শাপলা চত্বরসহ আরও কয়েকটি ব্যস্ততম স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি ওঠে নগরবাসীর পক্ষ থেকে। বিভিন্ন সময় এসব স্থানে ফুট ওভারব্রিজ করার জন্য সভা ও মানববন্ধন হয়েছে। প্রয়াত মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুর আমলে কয়েক দফা নগরবাসী ফুট ওভারব্রিজ করার দাবি তোলেন। শেষ সময়ে মেয়র ঝন্টুও কয়েকটি স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করেন। কিন্তু হয়নি। বর্তমান মেয়রের আমলে ওই দাবি জোরালো হয়। অবশেষে এই মেয়রের আমলে ফুট ওভারব্রিজের কাজ শুরু হয়েছে। সিটি করপোরেশনের যাত্রা শুরু হয় ২০১২ সালে। ৩৩টি ওয়ার্ড নিয়ে ২০৫ বর্গকিলোমিটারের এই সিটির লোক সংখ্যা ১০ লাখের ওপরে। রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ফুট ওভারব্রিজ হলে দুর্ঘটনা কমার পাশাপাশি নগরবাসী নিরাপদে রাস্তা পারাপার হতে পারবেন। তিনি বলেন, পর্যায়ক্রমে নগরীতে আরও ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে।
শিরোনাম
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
পারাপারে স্বস্তি দেবে ফুটওভার ব্রিজ
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর