মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গাজীপুরে ৫০ কোটি টাকায় নান্দনিক স্পোর্টস গ্রাউন্ড

আফজাল, টঙ্গী

গাজীপুরে ৫০ কোটি টাকায় নান্দনিক স্পোর্টস গ্রাউন্ড

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম নির্মাণের পর  এবার নান্দনিক পরিবেশে নগরীর পূবাইলে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ‘শেখ রাসেল সিটি স্পোর্টস গ্রাউন্ড’। ফলে  গাজীপুরে ক্রীড়ামোদিদের মধ্যে বাড়বে খেলার উৎসাহ। গাজীপুরে উন্নয়নের ধারাবাহিকতায় ২২ কোটি টাকা ব্যয়ে  টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম নির্মাণের পর  এবার নান্দনিক পরিবেশে নগরীর পূবাইলে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ‘শেখ রাসেল সিটি স্পোর্টস গ্রাউন্ড’। উন্নয়নের ধারাবাহিকতায় ২১০ কোটি টাকায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, ১৪ কোটি টাকায় শেখ কামাল সুইমিং কমপ্রেক্স, ছায়াবিথী উচ্চবিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণে ৪ কোটি ৪৪ লাখ টাকা, টঙ্গী সরকারি কলেজের ছয়তলা ভবন নির্মাণে সোয়া ১৫ কোটি টাকা, জয়দেবপুর দারুস সালাম ফাজিল মাদরাসার তিনতলা একাডেমিক ভবন নির্মাণে দেড় কোটি টাকা। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের চারতলা ভবন নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ, টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ভবন নির্মাণে সাড়ে ৩ কোটি টাকায় ব্যাপক কর্মযজ্ঞ চলছে।

এ ছাড়া গাজীপুর জেলা টেনিস কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটি কোটি টাকার কাজ চলছে। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া ও টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান  বলেন, গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল স্কুল-কলেজ-মাদরাসায় কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, গাজীপুর তথা পূবাইলবাসীর জন্য এই স্পোর্টস গ্রাউন্ড নির্মাণের কাজটি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি একজন শিক্ষককের ছেলে সে, হিসেবে আমার এলাকায় শিক্ষার মানোন্নয়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুদানের মাধ্যমে সুযোগ-সুবিধা বাড়িয়ে পড়ালেখার পরিবেশ তৈরি করে দিয়েছি। এমনকি নগরীর পূবাইলে ৩০ বিঘা জায়গায় বিশ্বমানের ক্রিকেট একাডেমি নির্মাণে কাজ চলছে।

সর্বশেষ খবর