নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মাদরাসাছাত্র হত্যার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম এরশাদুল আলম এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজারের হাইজাদী এলাকার সৈকত (২৩), কাউছার (২৩) ও শামীম (২৮)।
তাদের মধ্যে কাউছার আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছে। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল জানান, জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২০ সালের ১৭ মে আড়াইাজারের সেন্দী এলাকার আশকর আলীর ছেলে মাহবুবকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ধান খেতে ফেলে রাখে দ প্রাপ্তরা। এ ঘটনায় তার বড় ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারক এ রায় দেন।