নাজিরপুরে ব্রিজের সঙ্গে বালুর ট্রলারের ধাক্কা লেগে মিলন হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত হয়েছে। গতকাল বিকালে উপজেলার কুমারখালী বাজার এলাকার বলেশ্বর নদের ব্রিজে এই ঘটনা ঘটে। নিহত মিলন নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌনে ৩টার দিকে বালুর ট্রলারটির পথে মরা বলেশ্বর নদের ওপর স্থাপিত ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারের চালক মিলন ব্রিজের সঙ্গে মাথায় ধাক্কা লেগে নিচে পাড়ে যান। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।