ব্রাহ্মণবাড়িয়ায় ১২৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। তারা হলেন- আমিনুজ্জামান, ইব্রাহিম হোসেন ও ইয়াছিন। মঙ্গলবার রাতে র্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সদস্যরা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করেন। গতকাল গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।