‘শান্তির সংস্কৃতি গড়ে তোলা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শান্তি দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস জেলা শাখার আয়োজনে গতকাল শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বাইসাইকেল র্যালি বের করা হয়। এর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। পরে দিবসটি উপলক্ষে সেখানে গাছের চারা রোপণ করা হয়। সেসময় জেলা প্রশাসক ছাড়াও স্থানীয় সরকারে উপপরিচালক রথীন্দ্রনাথ রায়সহ জেলা স্কাউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।