২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণাকালে সিংড়া উপজেলার রাখালগাছা বাজারে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল আউয়াল, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী সরদার এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার সাহা।