শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

দুই কোরিয়ার মধ্যে সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা

দুই কোরিয়ার মধ্যে সড়কপথে যোগাযোগ শুরুর বিষয়ে দুই দেশের পরিবহন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল আলোচনা শুরু করেছেন। সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি গাড়ি নিয়ে যাতায়াতের লক্ষ্যে একটি সংযোগ সড়ক নির্মাণে তারা এ উদ্যোগ নিয়েছেন। দুই কোরিয়াকে বিভক্তকারী যুদ্ধমুক্ত এলাকা পানমুনজোমে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। যদিও এ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অর্থনৈতিক অবরোধের কারণে দুই কোরিয়ার মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা এখনো গড়ে ওঠেনি। ২৭ এপ্রিল পানমুনজোমে দুই কোরীয় নেতা শীর্ষ সম্মেলনে বসেন।

সর্বশেষ খবর