বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সৌদি বাদশার সঙ্গে যুবরাজের দন্দ্ব চরমে

ইয়েমেন যুদ্ধসহ বেশ কিছু বিষয়ে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল্লাহ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, আলজেরিয়া ও সুদানের সরকারবিরোধী বিক্ষোভ ও ইয়েমেন যুদ্ধ নিয়ে বাদশাহ সালমানের সঙ্গে যুবরাজ মোহাম্মদের মতবিরোধ রয়েছে। আলজেরিয়া ও সুদানের বিক্ষোভকারীদের প্রশ্নে বাদশাহকে নমনীয় মনে করেন যুবরাজ, আরও শক্ত অবস্থান নেওয়ার পক্ষে তিনি। ইয়েমেনের যুদ্ধবন্দীদের ব্যাপারেও আরও নৃশংস অবস্থান নিতে চান যুবরাজ। এ অবস্থায় ফেব্রুয়ারিতে বাদশাহর মিসর সফরের সময় দ্বন্দ্ব প্রকট হয়।  এদিকে মিসর সফরের সময়েই বাদশাহ সালমানকে তার পরামর্শকরা সতর্ক করেন, যুবরাজ তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারেন। নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ করায় তার সফরকালীন নিরাপত্তাসঙ্গী হিসেবে নির্ধারিত গ্রুপকে বাতিল করা হয়। মিসরীয় বাহিনীর কাউকে সেই নিরাপত্তা দলে রাখতে অস্বীকৃতি জানানো হয়। এসব নিয়েই দন্দ্ব চরমে পৌঁছেছে।

সর্বশেষ খবর