রাজধানীতে পৃথক অভিযানে বিদেশি মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার ভোরে গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দ আনিম আশরাফুল হক (২৭), মিজানুর রহমান (৪১), মো. মাসুদুর রহমান (৫৬), অরিন্দম রায় (২৮), তুফাইল আহাম্মদ (৬১), মোহাম্মদ শোয়াইব (৩০) ও মোহাম্মদ আহম্মদ (২০)। এ সময় তাদের কাছ থেকে কানাডা থেকে আমদানিকৃত কুশ নামে পরিচিত টেট্রাহাইড্রোক্যানাবিনলযুক্ত মাদক ৭৭২ গ্রাম, যুক্তরাজ্য থেকে আমদানিকৃত মাদকদ্রব্য এমডিএমএ, যার বাণিজ্যিক নাম এক্সটাসি/হ্যাপি ড্রাগ ১৫০ পিস, কানাডা থেকে আমদানিকৃত মাদকদ্রব্য টেট্রাহাইড্রোক্যানাবিনল ৫টি, সিসা ৩৯ কেজি ও ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নত প্রযুক্তিতে পারদর্শী উচ্চশিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণির একদল তরুণ দেশের বাইরে থেকে মাদক দেশে এনে বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক ডাকযোগে খাদ্যসামগ্রীর আড়ালে ভয়ংকর সব মাদক পাচারের কাজে দীর্ঘদিন ধরে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মামলা হয়েছে।