কালের কলসে জমা করে রাখা জল
বিন্দু বিন্দু জলে ভর্তি মহান কলসে
গোপন শব্দের এক নিষাদ নৈঃশব্দ্যে
গড়াগড়ি খায় ইতিহাস
ধারালো প্রশ্নের ছুরিতে শান দেওয়া
কলম আরও কী যেন বলতে চায়
জীবন্ত কিংবদন্তির মতো সফলতার হাতছানি
দুয়ার খুলে স্বাগত জানায় আমাকে
চারপাশে এত এত ভুল,
শোধরানোর কথায় কান দেবে যারা
তাদেরই আজ বড় বেশি প্রয়োজন
যে কলস ধারণ করবে কাল-মহাকাল
উপুড় হলেই সভ্যতা সোনার মোহরের মতো
ঝনঝন আওয়াজে জানিয়ে দেবে
জমা-করা এ জল তো শুধু নয়
ইতিহাসের সোনালি অধ্যায় নিশ্চয়।