দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড হোয়াং হি চ্যানের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো কুর্তো। নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫ বছর এই বয়সী ফুটবলারকে সামাজিক সেবামূলক কাজ করা, ফিফা অনুমোদিত কোনো সংস্থায় ট্রেনিং নেওয়া ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে নিদের্শ দেওয়া হয়েছে।
ফিফার এক মুখপাত্র বলেছেন, ‘মার্কো কুর্তোর বিপক্ষে বৈষম্যমূলক আচরণের প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
গত জুলাইয়ে মারবেইয়ায় কোমো-উলভারহ্যাম্পটন ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের দ্বিতীয়ার্ধে উলভারহ্যাম্পটনের হোয়াংকে কিছু একটা বলেন কোমোর কুর্তো। সেই সূত্র ধরেই দুই দলের খেলোয়াড়রা মাঠেই সংঘাতে জড়িয়ে পড়ে। এ সময় কোমোর এক খেলোয়াড়কে ঘুষি মেরে লাল কার্ড দেখেন উলভসের উইঙ্গার ড্যানিয়েল প্রোডেন্স।
এই ম্যাচের পরই ইতালিয়ান ফুটবল ফেডারেশন এবং উয়েফার কাছে অভিযোগ জানায় ইংলিশ ক্লাবটি। তবে ম্যাচটি স্বীকৃত নয় দাবি করে ব্যবস্থা নিতে অপারগতা জানায় উয়েফা। এরপরই কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এগিয়ে এসে ফিফার কাছে অভিযোগ জানায়। ফিফা এই ঘটনার তদন্তের পর এই শাস্তি ঘোষণা করেছে।
তবে এই নিষেধাজ্ঞার পুরোটাই এখনই কার্যকর হচ্ছে না। পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা এখনোই কার্যকর হবে। বাকি পাঁচটি স্থগিত নিষেধাজ্ঞা। আগামী দুই বছরের মধ্যে তিনি আবার একই রকম কোনো অপরাধ করলে সেই শাস্তি কার্যকর হবে। কুর্তো এখন কোমো থেকে ধারে সিরি ‘বি’ এর ক্লাব সিসেনার হয়ে খেলছেন।
বিডি প্রতিদিন/নাজিম