ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে দাঁড়ানো নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার দুই গ্রুপের মারামারিতে একজন আহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে চবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
চবি সূত্রে জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে দাঁড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ভিত্তিক ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্সের কয়েকজন কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ছাত্রলীগের এককর্মী গুরুতর আহত হন। দুপুর দুইটা পর্যন্ত উভয়পক্ষই মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
চবির সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। একজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার