ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে নিহত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিতে অনশন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ৩টা থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ডাকে প্রশাসনিক ভবনের সামনে এ অনশন শুরু হয়। এতে কুয়েটের ভিসিসহ সিন্ডিকেটের ৮ জন সদস্য অবরুদ্ধ হয়ে পড়েন।
জানা যায়, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শনিবার দুপুরে সিন্ডিকেটের ৬০তম (জরুরি) সভা আহ্বান করা হয়। সভায় সিন্ডিকেট সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫ লাখ টাকা করে অনুদান ও নিহতের পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে চাকরির আশ্বাস দেয়। কিন্তু শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক অনশন শুরু করেন।
অনশনরত শিক্ষার্থীরা বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারগুলোকে কুয়েট প্রশাসনের ১ কোটি টাকা করে সর্বমোট ৪ কোটি টাকা দিতে হবে। এই ক্ষতিপূরণের টাকা রবিবার দুপুরের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দিতে হবে। অন্যথায় পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে কুয়েটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষবর্ষের চারজন শিক্ষার্থী নিহত হয়। তারা ওই এলাকার একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন (শিক্ষানবীশ) হিসেবে কর্মরত ছিলেন। (সর্বশেষ সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ভিসি ও সিন্ডিকেট সদস্যরা অবরুদ্ধ ছিলেন।)
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন