হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষক পরিষদের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার স্মরণে তাঁদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
শনিবার সকালে হাবিপ্রবি’র শহীদ মিনারে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের শিক্ষকরা, ছাত্রলীগের নেতা-কর্মী ও প্রগতিশীল কর্মচারি পরিষদের নেতৃবৃন্দরা। এরপর মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাসের সভাপতিত্বে শহীদ মিনার চত্তরে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অলোচনা সভায় বক্তব্য রাখেন হাবিপ্রবি’র শিক্ষক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, মো. সাইফুল ইসলাম, ছাত্রলীগ হাবিপ্রবি শাখার পক্ষ থেকে শিহাব, সিফাত, জাহিদ, সারওয়ার জাহান ও প্রগতিশীল কর্মচারি পরিষদের পক্ষ থেকে পারভেজ হোসেন, বঙ্গবন্ধু পরিষদ হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সৌরভ পাল চৌধুরি প্রমুখ।
সভায় জাতীয় চার নেতাকে হত্যা করে, বাংলাদেশের রাজনীতিকে মেধাশূণ্য করার জন্য যারা জড়িত ছিল তাদের বিচার দাবি ও বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৮/হিমেল