কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে আগামী ৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশে অনুষ্ঠিত হবে 'গ্লোরিয়াস টু ইয়ার্স কনসার্ট'। এ আয়োজনে মঞ্চ মাতাবে দেশীয় ব্যান্ড দল 'ব্ল্যাক', 'পাওয়ারসার্জ' 'ওউন্ড' ও 'পার্পল হেইজ।'
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ২০১৬ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
এরইমধ্যে ভিন্ন ধারার পাঠধানের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই প্রতিষ্ঠানের গৌরবউজ্জ্বল দুই বছর পূর্তি উপলক্ষ্যে মহান বিজয়ের মাসে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা