শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে একের পর এক রান্নাঘরের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাত এগারোটায় ‘শাহপরাণ হল’র ডাইনিংয়ের রান্নাঘরের জানালার গ্রিল কেটে চুরি হয়েছে।
হলের ডাইনিং পরিচালক অনিল চন্দ্র দাস জানান, ‘রাতে খাবার শেষে আমরা ডাইনিং বন্ধ করে বাজারে যাই। এসময় ডাইনিংয়ের পেছনের দিক থেকে রান্নাঘরের জানালার গ্রিল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে। চোরেরা আমার রান্নার ২০ কেজি কালিজিরা চাউলসহ ৩টি তামার ডেক নিয়ে গেছে যার প্রতিটির ওজন প্রায় ৩০ থেকে ৪০ কেজি।’
সিসিটিভির ফুটেজ দেখে চুরির ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানান হল প্রভোস্ট মোহাম্মদ শাহেদুল হোসেন। তিনি বলেন, থানা থেকে পুলিশ এসে তথ্য নিয়ে গেছে । তদন্ত সাপেক্ষে চোরদের সনাক্ত করে আইনে সোপর্দ করা হবে।
এর আগে চলতি বছরের গত ২০ সেপ্টেম্বর ১ম ছাত্রী হলের রান্নাঘরের জানালার গ্রিল কেটে ২টি মোবাইল ও গত ২০ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা হলে একই কায়দায় জানালার গ্রিল কেটে ৪টি ল্যাপটপ ও ২টি মেবাইল চুরির ঘটনা ঘটেছিল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত