৭ ডিসেম্বর, ২০১৯ ১৪:১০

ইবিতে ছাত্রমৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইবিতে ছাত্রমৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রমৈত্রী। দিবসটি উদযাপন উপলক্ষ্যে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, ১ মিনিট নিরাবতা পালন, র‌্যালি, কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। 

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের কর্মসূচি শুরু করে নেতাকর্মীরা। এরপর ১মিনিট নিরাবতা পালন করে তারা।

কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ছাত্রমৈত্রীর দলীয় টেন্ট থেকে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে সেখানে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, শামিমুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মোরশেদ, দপ্তর সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর