বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সরকারি নির্দেশ মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে চলমান সকল পরীক্ষা স্থগিত রাখার নোটিশ জারী করা হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লাহ ফয়সাল সাক্ষরিত এবং বেলা ১২টা ৩৯মিনিটে ই-মেইলে জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সল মাহমুদ রুমি প্রেরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি আগামী ২৪ মের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের পরীক্ষা না নিতে নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর