১৪ জুন, ২০২১ ১৭:২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা

গাজীপুর প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী (১৪-১৭ জুন) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (IQAC) পরিচালক প্রফেসর ড. মো: আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। কর্মশালায় A2i  প্রতিনিধি My Gov. Intregration Expert মঞ্জুর আহমেদ My Gov. পরিচিতি অনলাইনে উপস্থাপন করেন। 

উদ্বোধনী পর্বে ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের ফলে মহামারী করোনাকালে দেশবাসী এর সুফল ভোগ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ই-নথি চ্যালেঞ্জ গ্রহণ করে যেভাবে সফলতা অর্জন করেছে My Gov. ইনট্রিগ্রেটেড সার্ভিস ডেলিভারী প্লাটফর্মে বাস্তবায়নেও আশানুরূপ সফলতা অর্জন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর