২১ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৩০

শুক্রবারে খুলছে বাকৃবির হল

অনলাইন ডেস্ক

শুক্রবারে খুলছে বাকৃবির হল

আগামী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এ দিন শুধু স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। আর অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে আগামী ৩ অক্টোবর।

আজ মঙ্গলবার ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার ডিন কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া আরও জানান, চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে হচ্ছে ২৭ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের হলে থেকেই পরীক্ষায় অংশ নিতে হবে। এ কারণে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ২৪ সেপ্টেম্বর হল খুলে দেয়া হবে। তবে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে ৩ অক্টোবর।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চতুর্থ বর্ষের ২৪ সেপ্টেম্বর ও অন্য বর্ষের জন্য ৩ অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন সিন্ডিকেটের মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর