দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার (১৭ অক্টোবর)। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও আয়োজন করা হয়েছে এই ভর্তি পরীক্ষার।
রবিবার পরীক্ষা শুরু হবে বেলা ১২ টায়। ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। এবার ‘ক’ ইউনিটে ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর মধ্যে বরিশাল ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী।
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের যথা নিয়মে কেন্দ্রে প্রবেশের অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি।
উল্লেখ্য, ২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর এবারই প্রথম ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত