১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:০৪

আমাদের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অঙ্গনেও এগিয়ে আছে : জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আমাদের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অঙ্গনেও এগিয়ে আছে : জবি উপাচার্য

জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বসন্ত উৎসব

আমাদের শিক্ষার্থীরা শুধু বিবিএ পড়ে ভালো ব্যবসায়ী নয়, সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে আছে, এমনটাই বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তিনি বলেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের কাজই হচ্ছে ম্যানেজ করা। এজন্য তারা একের পর এক বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের সুন্দরভাবে ম্যানেজ করে উপহার দেয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বসন্ত উৎসব ১৪২৯ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা আধুনিক বিশ্বে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের ছাড়িয়ে যাবে প্রতিনিয়ত। আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে সহশিক্ষামূলক কার্যক্রমগুলোতে এগিয়ে যাচ্ছে। ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা ইতিমধ্যে কয়েকদিন আগে জাঁকজমকপূর্ণ আয়োজন করে সবাইকে জানান দিয়েছে তারা সবকিছুই পারে।

তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাসে বসন্ত উৎসব শুরু হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি থেকে। হিসাববিজ্ঞান, সংগীত, চারুকলা, নাট্যকলা, বাংলা বিভাগসহ বিভাগগুলো একের পর এক বসন্ত উৎসব করে ক্যাম্পাসকে মাতিয়ে রেখেছে। আমি বিশ্বাস করি এ বিভাগের শিক্ষার্থীরা সবসময় তাদের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি কর্মক্ষেত্রেও নিজেদের তুলে ধরবেন। 

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (এমবিএ) প্রফেশনাল প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামালসহ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষক - শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সবসময় এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আমি অনুপ্রাণিত হই যখন বাঙালি সংস্কৃতির চর্চা করে আমাদের শিক্ষার্থীরা। বরাবরের মতোই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ শরৎ, বসন্তসহ সকল ঋতুকে বাঙালি আমেজে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকুক।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর