রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের সঙ্গে বাসভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে রাবির অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় রাবিতে ক্লাস-পরীক্ষা আগামী দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশের নিষ্কৃয়তার অভিযোগ তুলে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করেছেন।
রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পরিস্থিতি আপতত (রাত ৯টায়) শান্ত। পুলিশ ফাঁড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ