শনিবার, ২৩ মে, ২০১৫ ০০:০০ টা

মনোমুঙ্কর মফিজ লেক

মনোমুঙ্কর মফিজ লেক

দৃষ্টিনন্দন মফিজ লেক

ক্যাম্পাসের একেবারে পশ্চিমে অত্যন্ত সুন্দর পরিবেশে রয়েছে একটি লেক, যার নাম মফিজ লেক। এই লেকের নাম মফিজ কিভাবে হয়েছে সঠিকভাবে তা জানা যায়নি। তবে অনেকের মুখে মুখে প্রচলিত আছে মফিজ নামের এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে প্রতিনিয়ত এই লেকের ধারে এসে আড্ডা দিত, জীবন সাথী হয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখত। কিন্তু একদিন তার প্রেমিকা তাকে ছ্যাঁকা দিয়ে অন্য প্রেমিকের হাত ধরে চলে যায়। তারপর মফিজ এই লেকের পাশে এসে তার জীবন আত্দাহুতি দেয়। সেই থেকে এই লেকের নাম হয় মফিজ লেক। প্রতিদিনই এখানে প্রাণের মেলা বসে। প্রেমিকরা এই লেকের ধারে বসে প্রেমিকার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রেম নিবেদন করে একে অন্যকে, কখনো প্রেমিকার বেণীতে গুঁজে দেন প্রেমের ফুল। আর শিক্ষার্থীরা এখানে এসে প্রাণ খুলে গান গায়, আড্ডা দেয়। শীত মৌসুমে এই লেকের দুই ধারে ফুটে সাদা কাশফুল ও হরেকরকমের বন্য ফুল। সুদূর সাইবেরিয়া থেকে অতিথি পাখি এসে লেকের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। তবে কর্তৃপক্ষের সঠিক পরিষ্কার ও পরিছন্নতার অভাবে বর্তমানে অতিথি পাখিদের দেখা মেলে না।

 

সর্বশেষ খবর