১৭ মে, ২০১৯ ১৮:০৪

মানবপাচারকারী সেই এনামের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মানবপাচারকারী সেই এনামের বিরুদ্ধে মামলা

মো. এনামুল হক (মাঝে)

সাগরপথে অবৈধভাবে ইতালিতে লোক পাঠানোর সময় ভূমধ্যসাগরে ট্রলার ডুবে প্রাণহানির ঘটনার এক সপ্তাহ পরে মানবপাচারকারী মো. এনামুল হকের বিরুদ্ধে সিলেটে মামলা দায়ের হয়েছে। 

বৃহস্পতিবার রাতে নগরীর রাজাম্যানশনের ‘নিউ ইয়াহিয়া ওভারসীজ’র স্বত্বাধিকারী মো.এনামুল হকসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামের মফিজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মফিজ উদ্দিন ভূমধ্যসাগরে নিহত আবদুল আজিজের বড় ভাই।
 
মামলার এজহারনামীয় অন্য আসামিরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার মানিককোনা হাওরতলা গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে জায়েদ আহমেদ, ঢাকার রাজ্জাক হোসেন, সাইফুল ইসলাম, মঞ্জুর ইসলাম উরফে গুডলাক। 

মানবপাচার এবং মানি লন্ডারিং প্রতিরোধ ও দমন আইনে দায়েরকৃত মামলায় ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে রেখে মারপিট করে মুক্তিপণ আদায়ের অভিযোগ করা হয়। 

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

এদিকে, মানবপাচারের অভিযোগে সিলেটের এনামুল হকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। ঢাকা থেকে তাদেরকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর