২২ মার্চ, ২০২৩ ২২:২৯

সিলেটে ৫ দোকানে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে ৫ দোকানে অভিযান, জরিমানা

মূল্য তালিকা টানানো না থাকায় সিলেট মহানগরের কালীঘাটে পাঁচটি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে এ পাঁচ দোকানে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্য ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আরিফ মিয়া। সিলেট মহানগর পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

শ্যামল পুরকায়স্থ জানান, রমজানকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা টানানো না থাকায় পাঁচটি পাইকারি দোকানকে ১৬ হজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর