চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম বলেছেন, স্বাধীনতার ৪৬ বছরে চাকতাই খাতুনগঞ্জে কাঙ্খিত উন্নয়ন হয়নি। তবে এসময় তিনি চট্টগ্রাম উন্নয়নে সরকার হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেয়ায় সরকারকে ধন্যবাদ জানান।
অর্থনীতিতে দায়িত্বশীল ভূমিকার কারণে দেশের বৃহত্তম পাইকারী বাজার চাকতাই খাতুনগঞ্জের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে কর্ণফুলী তীরে প্রস্তাবিত মেরিনার্স সড়কে বাণিজ্যের পরিবহনে ব্যবহৃত ট্রাক রাখার জন্য একটি টার্মিনাল নির্মাণ প্রকল্পে সংযুক্ত করতে সরকারের প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রতি আহবান জানাই।
বুধবার চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন ও সুবিধাবঞ্চিত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।
সভার শুরুতে প্রয়াত সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলে স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন মিন্টুর সভাপতিত্বে চাকতাই মকবুল আলী রোডে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চবি কম্পিউটার এন্ড সায়েন্স বিভাগীয় প্রধান ড. অছিউর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুনেসা দোভাষ বেবী, প্রখ্যাত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান ও তারেক সর্দ্দার। চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে বক্তব্য রাখেন এক্স কাউন্সিলর ফোরামের সদস্য সচিব মুহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ নাছির উদ্দিন, ফেরদৌস ওয়াহিদ, মইনুদ্দিন নুর তারেক প্রমূখ।
বিডিপ্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান