চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নে মো. মোজাম্মেল (৩৫) নামে একজনকে কুপিয়ে খুন করা হয়েছে। তবে পূর্ব শক্রতার জেরে মোজাম্মেলকে খুন করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। মোজাম্মেল বড় হাতিয়া ইউনিয়নের চাকফিরানি গ্রামের মৃত মফজলুর রহমানের ছেলে। বড় হাতিয়ায় পাহাড়ে ফসলের ক্ষেত এবং গাছের বাগান আছে মোজাম্মেলের। আজ এ ঘটনা ঘটে বলে জানান থানার এস আই সরওয়ার হোসেন।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফসলের ক্ষেতে কর্মরতদের জন্য সকালে নাস্তা নিয়ে গিয়েছিলেন মোজাম্মেল। ফেরার পথে দুই পাহাড়ের মাঝে একটি নির্জন স্থানে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। তিনি বলেন, এই শত্রুতা থেকে খুনের ঘটনা ঘটতে পারে। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার