বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. আবদুল মান্নানের মালিকানাধীন ৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আজ বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকার ২ নম্বর গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সত্যপ্রিয় ববুয়া।
তিনি বলেন, খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরার ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবরের নেতৃত্বে আধ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ৪টি কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার