রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মুজিবুল হক চট্টগ্রামে যাচ্ছেন কাল শুক্রবার। কাল সকালে বিমানযোগে চট্টগ্রামে সরাসরি নগরীর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূনর্মিলনী-২০১৭ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে চট্টগ্রামে অবস্থান করছেন রেলের আরেক শীর্ষ দুই কর্মকর্তা। তারা হলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন। তবে ইতিমধ্যে উক্ত শীর্ষ রেলের দুই কর্মকর্তা চট্টগ্রামে অবস্থান করে রেলের উন্নয়নমূলক বেশ কয়েকটি প্রকল্প পরির্দশন ও চট্টগ্রামের রেলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বলে জানান পূর্বাঞ্চলের জিএম আবদুল হাই।
জানা যায়, রেল মন্ত্রী মুজিবুল হক এমপি ছাড়াও রেলের উক্ত দুই শীর্ষ কর্মকর্তার চট্টগ্রামে আগমনে রেল অঙ্গনে ব্যাপক ফুরফুরে ভাব এসেছে। সকল কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে কাজের গতি ও দৌড়ঝাপও বৃদ্ধি পেয়েছে। রেষ্ট হাউজ, চট্টগ্রাম রেলস্টেশন, পাহাড়তলী ওয়ার্কশপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিস্কার-পরিচ্ছন্নও করা হয়েছে।
রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেলকে আরো গতিশীল করতে রেল কর্মকর্তারা প্রতিনিয়ত কঠোর নজরদারিতে রয়েছে। এতে বিভিন্ন সেক্টরের দায়িত্বশীলরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাুধকার প্রকল্প দোজাহারি-কক্সবাজার রেললাইনের কাজও এগিয়ে যাচ্ছে। পূর্বাঞ্চলে রেলের অনেক প্রকল্প রয়েছে। সেই প্রকল্পসহ সরকারের নানামুখী উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নেয়ার জন্য ইতিমধ্যে বৈঠকও করেছি। বৈঠকে রেলের বিভিন্ন দিক-নির্দেশনামুলক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান তিনি।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার অবস্থানের সময় রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন, দোহাজারী-কক্সবাজার প্রকল্প পরিচালক মফিজুর রহমানসহ পূর্বাঞ্চলের শীর্ষ কর্মকর্তারা পরির্দশনের সময় উপস্থিত ছিলেন। রেলের বিভিন্ন পরির্দশন কাজের মধ্যে দোহাজারী হতে কক্সবাজার পর্যন্ত নতুন ডুয়েলগেজ সিঙ্গেল লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরির্দশন, কর্ণফূলী নদীর উপর কালুরঘাট পয়েন্টে রেল-কাম-রোড সেতু প্রকল্প কাজের অগ্রগতি পরির্দশন, রেলের পাহাড়তলী ওয়ার্কশপ প্রকল্প পরির্দশন, ঢাকা-চট্টগ্রাম সেকশন এবং আখাউড়া-লাকসাম প্রকল্পের অগ্রগতি পরির্দশনসহ কয়েকটি প্রকল্প। তাছাড়া রেলমন্ত্রী মো: মুজিবুল হক এমপির কঠোর নির্দেশনায় কাজ চলছে বিভিন্নভাবে। মন্ত্রীর নির্দেশনায় রেলের অনেক প্রকল্প ইতিমধ্যে শেষ হয়েছে। বাকিগুলো দ্রুত কাজ চলছে।
তাছাড়া আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের রেলওয়ে কনফারেন্স রুমে রেলওয়ের বিভিন্ন চলমান প্রকল্পের অগ্রগতির বিষয়ে প্রকল্প পরিচালক ও রেল আরো গতিশীল করতে চট্টগ্রামের শীর্ষ কর্মকর্তাদের সাথে উর্ধতন কর্মকর্তাদের জরুরি মতবিনিময় হয়েছে। এদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল হাই, সিওপিএস মিয়া জাহান, চীফ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার শাহদাত আলী, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রধান বৈদ্যুতিক কর্মকর্তা (সিইই) আনোয়ার হোসেন, সিএমই মনজুর উর আলম, ডিআরএম মোহাম্মদ জাহাঙ্গীর, সিপিও অজয় কুমার পোদ্দার, সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) ও জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) জোবেদা আক্তার, সিনিয়র ওয়েল ফেয়ার কর্মকর্তা আবু খালেদ চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার