চট্টগ্রাম নগরীতে ভবনের ছাদ থেকে পড়ে আখতার আহমেদ (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে পশ্চিম বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায় তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত আখতার আহমেদ বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে ছাদের বাগানে পানি দিতে যান আখতার। পানি না পেয়ে ট্যাঙ্কের অবস্থা দেখতে গেলে সেখান থেকে তিনি পড়ে যান। পরে হাসপাতালে আনা হলে আখতারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা