চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডাকাতির সময় চার নারীকে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন আরও একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ওই যুবকের নাম বাপ্পী।
রবিবার সন্ধ্যায় উপজেলার চাতুরী-চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা বলেন, ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আবুর সঙ্গে পরিচয় ছিল বাপ্পীর। আমরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর গভীর রাতে ধর্ষণের শিকার হন চার নারী। ধর্ষিতদের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ। ধর্ষিতা গৃহবধূদের মধ্যে একজন ছয় মাসের অন্তঃসত্ত্বাও রয়েছেন।
ঘটনার পাঁচদিন পর এ ঘটনায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপে কর্ণফুলী থানায় মামলা হয়।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান