একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশ রেলওয়েতে এবার কোন ধরণের নাশকতা না হলেও ভোট ও যান চলাচল বন্ধ থাকায় গত দুইদিনে কমেছে আন্তঃনগরসহ সকল ট্রেনের যাত্রী। বিশেষ করে ভোটের দিন আন্তঃনগর ট্রেন যাত্রী কম ছিল ৫০ শতাংশই।
পূর্বাঞ্চলসহ প্রতিদিন প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ লাগানো হয় সর্বোনিম্ম ৩টি। এ দুইদিনে যাত্রী চাহিদা না থাকায় কোন ধরণের অতিরিক্ত কোচ লাগানো হয়নি। বরং নিয়মিত চলাচলের অধিকাংশ কোচের সিট খালি যাওয়ায় রেলের রাজস্ব বঞ্চিত হয়েছে অনেক। তবে নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন ট্রেন যাত্রী কম হলেও নির্বাচনের দুদিন আগে ও পরে আবারও যাত্রীদেও চাপ বেড়ে যাওয়া সেই ক্ষতি কমে আসবে এবং নির্বাচনের সময় ট্রেন চলাচলসহ নানাবিধ সর্বোচ্চ সতর্কতায় ছিল রেলওয়ে প্রশাসন। গত সোমবার থেকে নিরাপদ হিসেবে ট্রেন ভ্রমনে যাত্রীদের চাহিদা বাড়ছে বলে জানান পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদাত আলী।
পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমান বলেন, নির্বাচনের সময় দুইদিনে ট্রেন যাত্রী কম হলেও গত সোমবার থেকে আবারও যাত্রী বেড়েছে। লাগানো হয়েছে অতিরিক্ত কোচও। তবে সুষ্ঠু ও সুন্দরভাবে যাত্রীদের ট্রেন ভ্রমণের সবসময় প্রস্তুত আছেন রেলওয়ে প্রশাসনের দায়িত্বশীর কর্মকর্তারা। তাছাড়া রেলের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে যাত্রী চাহিদা মোতাবেক প্রতিটি ট্রেনে প্রয়োজনীয় কোচ সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার