শিক্ষা উপ-মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জনগণের জন্য যেসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে, তা জানানোর দায়িত্ব দলীয় নেতাকর্মীদের। সরকারের সঙ্গে জনগণের মধ্যে সম্পর্কের উন্নয়ন হলেই সামগ্রিকভাবে আওয়ামী লীগ-জনগণের বন্ধন স্থায়ী হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন।
নওফেল বলেন, উন্নত দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে নিজ দলের নেতাকর্মীরা পৌঁছায়। এটি আমাদেরও করতে হবে। প্রত্যক এলাকায় উন্নয়ন তদারকি ও প্রচারণা কমিটি করতে হবে। জনগণ যাতে বুঝতে পারে, সরকার তাদের ভাগ্য উন্নয়নে কাজ করছে, আওয়ামী লীগকে ভোট দিয়ে তারা ভুল করেনি।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, শফর আলী, সম্পাদকমন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, কাউন্সিলর গিয়াস উদ্দিন, জহর লাল হাজারীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন