চট্টগ্রাম নগরের চাঁন্দগাও এলাকার ফায়ার স্টেশনের সামনে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক উজ্জ্বল দাশ (৩৩) নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল দাশ রাউজানের আবুরখীল এলাকার রণজিৎ দাশের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, পিকআপের ধাক্কায় গুরুতর আহত অটোরিকশা চালক উজ্জ্বল দাশকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার