চট্টগ্রাম নগরের সদরঘাটে ইব্রাহিম হত্যা মামলার মূল হোতা মো. আল আমিন ভুলুকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কর্ণফুলী থানাধীন ব্রিজঘাট মাদ্রাসাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আল আমিন ভুলু শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন মোল্লাকান্দি এলাকার নুর মোহাম্মদ নুরুর ছেলে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, ‘গত ২৩ ফেব্রুয়ারি সদরঘাটের সাহেবপাড়া কলাবাগান মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয় মো. ইব্রাহিমকে। এ ঘটনায় কয়েকজন আসামি গ্রেফতার হলেও পলাতক ছিলেন মূল হোতা আল আমিন ভুলু। এ হত্যায় মামলায় গ্রেফতার অন্য আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যার শিকার মো. ইব্রাহিম ট্রাকের হেলপার ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন