চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারের দক্ষিণ পার্শ্বে বাকর আলী চৌধুরী হাটে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১৮ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে জায়গাগুলো উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১৮ হাজার বর্গফুট জায়গার উপর অবৈধভাবে নির্মাণ করা হয় নানা স্থাপনা। অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ৪০টি দোকান উচ্ছেদ করে প্রায় ১০ কোটি টাকা মূল্যের প্রায় ১ একর জায়গা উদ্ধার করা হয়। জনস্বার্থে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, ‘সরকারের জায়গা কেন, কিভাবে, কোন বিবেকে দখল করা হয় তা আমার বুঝে আসে না। অথচ জায়গাগুলো জনগণের ব্যবহারের জন্যই ছিল। এ ব্যাপারে আমরা সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন