চট্টগ্রামে ১৬তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল আগামী ১৫ ও ১৬ মার্চ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী অনুষ্ঠিতব্য মাহফিলে প্রথম দিনে শুধুমাত্র নারীদের জন্য এবং দ্বিতীয় দিনে পুরুষদের উদ্দেশে দরস পেশ করা হবে।
বিভিন্ন পরিকল্পনা নিয়ে আয়োজন করা এবারের মাহফিলে প্রায় ২০ হাজার দর্শক-শ্রোতা জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মোসলেমিন প্রতি বছর ব্যতিক্রমী এ দরসুল কোরআন আয়োজন করে আসছে।
আয়োজক সূত্রে জানা যায়, ২০০৪ সালে যাত্রা করা এ মাহফিলে প্রধান দু’জন খ্যাতিমান বরেণ্য মুফাচ্ছেরে কোরআন দুটি সুরার ওপর দরস (ব্যাখ্যা) পেশ করেন। গত ১৫ বছরে মাহফিলে ৩০টি সুরার ওপর দরস পেশা করা হয়। একই সঙ্গে কোরআনের সুরার ব্যাখ্যাকে সামনে রেখে বক্তারা সমকালীন প্রেক্ষাপট নিয়েও আলোচনা করেন।
পবিত্র দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব স ম হামেদ হোসাইন বলেন, ‘১৬তম মাহফিলের প্রস্তুতি প্রায় শেষ। এবার প্রায় ২০ হাজার দর্শক শ্রোতা সমাগমের প্রস্তুতি নিয়ে কাজ করছি। আমরা গতানুগতিকতার বাইরে গিয়ে ব্যতিক্রমী একটি মাহফিল দর্শক-শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করছি। এ মাহফিলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকেও দর্শকরা যোগ দেন।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন