ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপ (ভ্যান) চালক ও একজন পথচারি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ও শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বারৈয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ-সহকারি পরির্দশক (এএসআই) মো. সুমন মিয়া।
তিনি আরো বলেন, শুক্রবার গভীর রাতে একটি পিকআপের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক আনোয়ার হোসেন (৩১) নিহত হন। অন্যদিকে একই এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পারাপারের সময় মো. কামাল (৭০) নামের এক বৃদ্ধ একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। নিহত পিকআপ চালক আনোয়ারের বাড়ি মানিকগঞ্জে এবং পথচারী মো. কামালের বাড়ি জোরারগঞ্জ থানা এলাকায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন