চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কৃষকলীগ নেতা মোহাম্মদ ওয়াসিম হত্যা মামলার প্রধান আসামি আনিসুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে হাটহাজারীর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওয়াসিম ফতেপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।
হাটহাজারী থানা পুলিশ সুত্রে জানা যায়, ২০১৪ সালে ফতেপুর ইউনিয়ন কৃষকলীগ নেতা ওয়াসিমকে নির্মম ভাবে হত্যা করা হয়। এ ঘটনা অন্যতম হোতা ছিলেন আনিসুল। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর