চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এবং মনছুরাবাদ এলাকা থেকে ইয়াবা-ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব ও নগর গোয়েন্দা পুলিশ। শনিবার ভোররাতে এবং শুক্রবার গভীর রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এ বিষয়ে র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান জানান, নগরীর স্টেশন রোডের হোটেল প্যারামাউন্ট অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৩ হাজার ৪৩০ পিস ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম শাহিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. মোমিনুল হাসান জানান, ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ ডিটি রোডের তায়েফ হোটেলের সামনে অভিযান চালিয়ে মো. সোবহান আলী (২৬) ও আব্দুল সালাম (২৪) নামের দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের ৮৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন