চিটাগং কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ১২ মার্চ। ২০০০ সাল থেকে প্রায় ২০ বছর ধরে বৃহত্তম এই ব্যবসায়ীক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছে এ কে এম আকতার হোসেন সভাপতি এবং আলতাফ হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এবার সংগঠনের নতুন নেতৃত্ব তুলে আনার জন্য সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সদস্যদের একটি অংশ নতুন জোট ঘোষণা করেছে।
সাইদুজ্জামান খানকে সভাপতি ও ওমর ফারুক সবুজকে সাধারণ সম্পাদক করে সম্মিলিত ঐক্যজোট নামে নতুন প্যানেলটি নির্বাচনে অংশগ্রহণ করছে। ভোটের মাধ্যমে এবার নেতৃত্বের পরিবর্তন আনতে চান তারা।
এদিকে সমমনা পরিষদ এবারও আক্তার-বাচ্চু প্যানেল ঘোষণা করেছে। পরিষদ থেকে সভাপতি পদপ্রার্থী এ কে এম আক্তার হোসেন বলেন, সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করছি বলেই আমরা নির্বাচিত হই।
অন্যদিকে সম্মিলিত ঐক্যজোট প্যানেল থেকে সভাপতি পদপ্রার্থী সাইদুজ্জামান খান বলেন, নেতৃত্বের পরিবর্তন জরুরি। দুজন মানুষ ২০ বছর ধরে নেতৃত্ব দিলে নতুন নেতৃত্ব তৈরি হবে না। বর্তমান সভাপতি-সম্পাদক জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারেন উল্লেখ করে তিনি বলেন, আকতার সাহেব চেম্বার পরিচালক আর বাচ্চু সাহেব নগর আওয়ামী লীগের সহসভাপতি। তারা এখন জাতীয় পর্যায়ের নেতা।
বিডি প্রতিদিন/এ মজুমদার