চট্টগ্রামের আদালত পাড়াকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা করার সিদ্ধান্ত নিয়েছে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টাস্কফোর্সের সভায় কমিটির সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
টাস্কফোর্সের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, উন্নয়ন সংগঠন ইপসা’র তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরো, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুমন চন্দ্র দেবনাথ প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, ‘আদালত এলাকায় যত্রতত্র ধূমপানকে বন্ধ করতে প্রশাসন ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এখানে পাবলিক প্লেসে ধূমপানের দায়ে ১৭ জনকে জরিমানা করা হয়েছে। খুব দ্রুত এ এলাকাকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা করতে জেলা প্রশাসনের পক্ষে থেকে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ইতোমধ্যে সম্পূর্ণ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে আমরা সমস্ত সরকারি প্রতিষ্ঠানকেই ধূমপান ও তামাকমুক্ত করবো।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম