চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় প্রাইভেটকার ও বাসের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু হিরা মনি (৩) বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় মেজ মিয়া কলোনির মো. ইউসুফের মেয়ে। আর রিকশাচালক ভাটিয়ারি এলাকায় বাসের ধাক্কায় নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে ভাটিয়ারি ও নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরের দিকে কারের ধাক্কায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ভাটিয়ারি থেকে আহত অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং পরিচয় পাওয়া না গেলেও তিনি একজন রিকশাচালক বলে জানা গেছে। তার পরনে সাদা শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম