চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানামের জন্মদিনেই উদ্বোধন করা হলো ‘শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। রবিবার সকালে শিশুদের জন্য তৈরি করা শিশুরাজ্য-৩ উপহার দেওয়া হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন এ কেন্দ্রটি উদ্বোধন করেন।
‘বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন করো রঙিন’ শীর্ষক শ্লোগানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ফরহাদাবাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক নুরুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের জন্য একটি স্বর্গ রাজ্য উদ্বোধন করতে পেরে আমরা নিজেরাও আনন্দিত। আমাদের সকলের উদ্যোগে শিশুদের জন্য একটি পার্ক আজ উন্মুক্ত করা হয়েছে। অসহায় শিশুরা যেন এ কেন্দ্রে এসে কিছু সময় আনন্দে পার করতে পারবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার