২১ নভেম্বর, ২০১৯ ১৬:২৫

চট্টগ্রামে স্বাভাবিক গতিতে চলছে গণ ও পণ্যপরিবহন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে স্বাভাবিক গতিতে চলছে গণ ও পণ্যপরিবহন

ফাইল ছবি

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর চট্টগ্রামে স্বাভাবিক গতিতে চলছে গণ ও পণ্যপরিবহন। গত বুধবার রাত থেকেই চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলার বাস স্বাভাবিকভাবে চলছে। একই সঙ্গে পণ্যবাহী ট্রাক-কভার্ডভ্যানও চলছে। সরব হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর।

জানা যায়, সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিকদের সংগঠন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন গত বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় ধর্মঘট ডাক দেয়। ধর্মঘট পালনকারী শ্রমিকরা নগরীর বিভিন্ন প্রবেশ পথে গণপরিবহন ও ব্যক্তিগত যান চলাচলেও বাধা দেয়। একই সঙ্গে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের ভিতর জাহাজ থেকে পণ্য ওঠানামা চললেও বন্দর থেকে পণ্য নিয়ে কোনো গাড়ি বের হয়নি। এতে ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে গত বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়। চট্টগ্রাম থেকে ছেড়েছে আন্তজেলা গণপরিবহন।  

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘ধর্মঘট প্রত্যাহারের পর বন্দর থেকে পণ্য নিয়ে যাওয়া এবং রপ্তানি পণ্যবাহী গাড়ি বন্দরে আসতে শুরু করেছে। বন্দরের জেটিগুলোতে কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। আমদানি পণ্যবাহী কন্টেইনার নিয়ে যানবহান বন্দর ছেড়েছে এবং রপ্তানি পণ্যবাহী যানবাহন বন্দরে আসছে।’

প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘ধর্মঘট প্রত্যাহারের পর গাড়ি চলছে। বন্দর এবং অফডক থেকে পণ্য পরিবহন স্বাভাবিকভাবে চলছে।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর